
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্রুত চূড়ান্ত করতে হবে আসন সমঝোতার বিষয়টি। মঙ্গলবার দিল্লিতে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এই বিষয়ে সকলেই একমত হন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গে গলা মেলান ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সমর্থন করেন বাকি নেতারাও। ঠিক হয় আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে আসন সমঝোতার বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে। যে রাজ্যে যে দল বড় তাদের এই বিষয়ে উদ্যোগী হতে হবে।
এর পাশাপাশি ইভিএম প্রসঙ্গেও গুরুত্ব দেওয়া হয়। ফারুক আবদুল্লা থেকে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই ইভিএম–এর স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে।
এদিন বৈঠকে উপস্থিত রাহুল গান্ধী জোর দেন দেশের সমস্যা নিয়ে যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ওপরে। বৈঠকে উপস্থিত বামেদের পক্ষ থেকে বলা হয় ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা কোনোভাবেই সমর্থন করা হবে না। আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এই বিষয়টি উত্থাপন করেন। তাঁকে সমর্থন করেন অন্য বাম দলের প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁরা দুজনেই বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তাঁরা মোটেই আগ্রহী নন। মূল লক্ষ্য বিজেপিকে হারানো।
বৈঠকে উঠে এসেছে উত্তরপ্রদেশে কংগ্রেসের ভূমিকার প্রসঙ্গ। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, উত্তরপ্রদেশে বিশেষভাবে নজর রাখতে হবে। কারণ লোকসভা নির্বাচনের নিরিখে এই রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে তাঁদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক মজবুত হওয়া দরকার। কারণ মায়াবতীর দল বিএসপিকে সমর্থন আর বিজেপিকে সমর্থনের মধ্যে কোনও তফাৎ নেই। আসন্ন
নির্বাচনে বিজেপিকে হারাতে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সেটি হল পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব অনুরোধ করেন, কোনও দল যেন আলোচনা না করে কোথাও প্রার্থী দিয়ে না দেয়।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও